সেভিং একাউন্ট খুলতে যা যা লাগবে-
  1. নিজের ২ কপি ছবি
  2. নিজের জাতীয় পরিচয়পত্র অথবা, জন্ম নিবন্ধন সনদ অথবা, পাসপোর্টের ফটোকপি
  3. নমিনির ১ কপি ছবি
  4. নমিনির জাতীয় পরিচয়পত্র অথবা, জন্ম নিবন্ধন সনদ অথবা, পাসপোর্টের ফটোকপি
  5. একাউন্টে ১০০০ টাকা জমা দিতে হবে (বিশেষ ক্ষেত্রে ৫০০)। টাকা আপনার একাউন্টেই থাকবে
মুনাফা পাবেন বছরে ৪.৫%, স্টুডেন্ট একাউন্টে ৫.৫%