ইসলামিক ব্যাংক হালাল কি না? ব্যাংকে টাকা রাখা হালাল কি না? ইত্যাদি নানা রকম প্রশ্ন যদি আপনার মনে ঘুরপাক খায়, তাহলে সরকারি ব্যাংকে টাকা সঞ্চয় করুন, সুদমুক্ত একাউন্টে।
ইসলামী ব্যাংক আসলে ইসলামিক কি না সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। কিন্তু সরকারি সকল অর্থনৈতিক কর্মকান্ড সুদমুক্ত না হলেও সেটি গ্রহণ করতে অনেক ক্ষেত্রে আমরা বাধ্য। উপায় না থাকার কারণে আলেম- ওলামারা হালাল বলেন।
কৃষি ব্যাংক- ১০০ ভাগ সরকারি মালিকানাধীন এবং এখানে সুদমুক্ত একাউন্টে টাকা জমানো যায়। এর চেয়ে ইসলামিক পন্থা বাংলাদেশে আর কি হতে পারে?
যারা বিদেশ থেকে রেমিট্যান্স আনেন, তারা ২.৫% প্রনোদনা পাবেন। কেউ কেউ আলাদাভাবে পুরস্কৃতও হবেন। শর্তঃ বৈধভাবে টাকা আনতে হবে। PIN Number এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আসবেন। ৫-১০ মিনিটে টাকা হাতে পাবেন।
অন্যান্য পোস্টঃ
Burirhat, Rudrakar Union
0 মন্তব্যসমূহ